জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় 
(last modified Wed, 30 Oct 2024 11:30:36 GMT )
অক্টোবর ৩০, ২০২৪ ১৭:৩০ Asia/Dhaka
  • জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় 

ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মার্কোস পটজেলকে তলব করেছে তেহরান। 

ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক ও একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডার জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর জার্মান কর্মকর্তারা এই মৃত্যুদণ্ডের প্রতিবাদ করেছেন। তারা দাবি করেন, সন্ত্রাসবাদের মামলায় জার্মান পাসপোর্টধারী ও আমেরিকায় বসবাসকারী ইরানি নাগরিকের বিচার করার আইনগত এখতিয়ার ইরানি বিচার ব্যবস্থার নেই।  

জার্মান কর্মকর্তাদের এই বক্তব্যের পর রাষ্ট্রদূত পটজেলকে ডেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠনের রিংলিডার যে কিনা বহু সংখ্যক বোমা হামলার সাথে জড়িত- তার পক্ষে জার্মানির কর্মকর্তাদের এই ধরনের বক্তব্য আইনের শাসন, মানবাধিকার, অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা এবং সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের দাবির সাথে সাংঘর্ষিক। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি জার্মানি সমর্থন দিয়ে যাচ্ছে যা তাদের সরকারি বক্তব্য ও অবস্থানের সাথে মারাত্মিকভাবে সাংঘর্ষিক। তারা মানবাধিকারের প্রতি সম্মানের কথা বললেও নিজেরা তা বাস্তবায়ন করছেন না। 

গতকাল সন্ত্রাসী রিংলিডার জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ড দেয়ার পর ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে জার্মান সরকার।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩০

ট্যাগ