গোটা অঞ্চলের বিরুদ্ধে ইসরাইলি ষড়যন্ত্র নস্যাত করবে হিজবুল্লাহ: শেখ কাসেম
https://parstoday.ir/bn/news/event-i143214-গোটা_অঞ্চলের_বিরুদ্ধে_ইসরাইলি_ষড়যন্ত্র_নস্যাত_করবে_হিজবুল্লাহ_শেখ_কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নবনিযুক্ত মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে ষড়যন্ত্র করছে তা নস্যাত করে দেবে হিজবুল্লাহ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩১, ২০২৪ ১০:৩৪ Asia/Dhaka
  • গোটা অঞ্চলের বিরুদ্ধে ইসরাইলি ষড়যন্ত্র নস্যাত করবে হিজবুল্লাহ: শেখ কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নবনিযুক্ত মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে ষড়যন্ত্র করছে তা নস্যাত করে দেবে হিজবুল্লাহ।

তিনি আরো বলেছেন, ইসরাইল ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা মধ্যপ্রাচ্যের ওপর আধিপত্য পাকাপোক্ত করতে ‘বড় ধরনের স্কিম’ বাস্তবায়ন করার চেষ্টা করছে।

শেখ কাসেম হিজবুল্লাহর মহাসচিব হিসেবে নিযুক্ত হওয়ার পর বুধবার তার প্রথম টেলিভিশন ভাষণে আরো বলেন, শহীদ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর প্রদর্শিত পথ অনুসরণ করা হবে তার নেতৃত্বের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা সাইয়্যেদ নাসরুল্লাহর পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ চালিয়ে যাবো।” হিজবুল্লাহর এই বর্ষীয়ান নেতা বলেন, গাজাবাসীকে সহায়তা দিতে আমরা গোটা অঞ্চলের বিরুদ্ধে ইসরাইলের ষড়যন্ত্র রুখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

শেখ কাসেম বলেন, অনেকে একথা বলে সমালোচনা করতে চান যে, ইসরাইলকে উস্কানি দেয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন ইসরাইলকে কি উস্কানি দিতে হয়? ৭৫ বছর ধরে এই ইসরাইল জবরদখল, দমন অভিযান, গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে এসেছে।  এতদিন কে তাকে উস্কে দিয়েছিল?

হিজবুল্লাহর নবনিযুক্ত মহাসচিব তার জ্বালাময়ী ভাষণে আরো বলেন, ইসরাইলবিরোধী প্রতিরোধ অক্ষ ধ্বংস করার উদ্দেশ্যে চলমান যুদ্ধে ইহুদিবাদীদের সঙ্গে ইউরোপ ও আমেরিকা যোগ দিয়েছে। এ কাজে তারা সব ধরনের পাশবিকতা প্রয়োগ করছে; কাজেই আমাদেরকে চেয়ে চেয়ে দেখার পরিবর্তে এই পাশবিকতা প্রতিরোধের চেষ্টা করতে হবে।

পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি সম্মানজনক ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্যে হিজবুল্লাহ লড়াই করছে বলে জানান শেখ নাঈম কাসেম। তিনি স্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ কারো প্রক্সি হয়ে নয় বরং লেবাননকে রক্ষা করার জন্য লড়াই করছে, এই লড়াই আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যত গড়ে দেবে।#  

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।