আরো এক সেনা নিহতের কথা ঘোষণা করল ইসরাইলি বাহিনী
(last modified Thu, 07 Nov 2024 08:30:50 GMT )
নভেম্বর ০৭, ২০২৪ ১৪:৩০ Asia/Dhaka
  • আরো এক সেনা নিহতের কথা ঘোষণা করল ইসরাইলি বাহিনী

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী তাদের আরো এক সেনা নিহত হওয়ার কথা ঘোষণা করেছেন। 

দখলদার বাহিনী জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের ছোঁড়া রকেটের আঘাতে সার্জেন্ট এরিয়েল সোসনভ নিহত হয়েছে। উত্তর ইসরাইলে হিজবুল্লাহ সাথে প্রচণ্ড সংঘর্ষের সময় ৬০৫তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের এই সেনা নিহত হয়।

গতকাল (বুধবার) হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের উত্তরাঞ্চলের আভিভিম এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছোঁড়ে। এতে সার্জেন্ট সোসনভ নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সেনা আহত হয়। এছাড়া, ওই এলাকায় হিজবুল্লাহর রকেট হামলায় একজন ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং চারজন আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে, এক বিবৃতিতে হিজবুল্লাহর যোদ্ধারা জানিয়েছে, তারা তেল আবিব ও হাইফা নগরীতে কামিকাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এদিন হিজবুল্লাহ নতুন একটি প্রিসিশন মিসাইল ব্যবহার করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে ইসরাইলি সামরিক বাহিনীর নবম ডিভিশনের ওপর তারা এক স্কোয়াড্রন ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলা অত্যন্ত নিখুঁত ছিল বলে দাবি করেছে হিজবুল্লাহ। 

এর পাশাপাশি হাইফার নৌ ঘাঁটিতে এক স্কোয়াড্রন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। সেখানে ইসরাইলের মিসাইল বোট এবং সাবমেরিনের বহর নোঙ্গর করা ছিল#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।