বল ইউরোপের কোর্টে
অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান তবে, চাপের মুখে নয়
ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, পরমাণু ইস্যুতে নিজের স্বার্থ ও অধিকার নিয়ে ইউরোপীয় তিন দেশের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছে তেহরান তবে কোনx চাপ এবং ভীতির মুখে আলোচনায় বসবে না ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে বৈঠকের পর এক এক্স পোস্টে একথা বলেছেন তিনি। বৈঠককে ‘গুরুত্বপূর্ণ এবং সোজসাপ্টা’ বলে উল্লেখ করেন আব্বাস আরেকটি।
এক্স পোস্টে তিনি বলেছেন, “বল এখন ইইউ বা ইউরোপীয় তিন দেশের কোর্টে। আমাদের জাতীয় স্বার্থ এবং অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় আমরা আগ্রহী তবে তা কোনোভাবেই ভয়-ভীতি এবং চাপের মুখে নয়।”
আব্বাস আরাকচি আরো বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি মেনে চলতে ইরান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আইএইএ’র সাথে পূর্ণ সহযোগিতা করে যাবে। এ বিষয়ে যেকোন ধরনের মতবিরোধ সহযোগিতা ও সংলাপের মাধ্যমে নিরসন করা দরকার। আমরা সাহস এবং সদিচ্ছার সাথে এই আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে তার দেশ কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৪