ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠকের খবর সত্য নয়: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/event-i143886-ইরানি_রাষ্ট্রদূতের_সঙ্গে_ইলন_মাস্কের_বৈঠকের_খবর_সত্য_নয়_মুখপাত্র
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ধনকুবের ইলন মাস্কের সাক্ষাতের খবর কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৭, ২০২৪ ১০:০৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ধনকুবের ইলন মাস্কের সাক্ষাতের খবর কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রিসভার সদস্য ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে কোনো কোনো মার্কিন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা বিন্দুমাত্র সত্য নয়।

তিনি মার্কিন গণমাধ্যমের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ নিয়ে মাত্রাতিরিক্ত প্রচারে বিস্ময় প্রকাশ করেন।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস শুক্রবার সকালে ইরাভানির সঙ্গে মাস্কের সাক্ষাতের খবর প্রকাশ করে দাবি করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কে উত্তেজনা প্রশমন করার লক্ষ্যে ‘ইতিবাচক’ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, মার্কিন নিউজ চ্যানেল সিএনএন ওইদিন সন্ধ্যায় দাবি করে, নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বাসভবনে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ট্রাম্প এই সাক্ষাতের বিষয়টি জানতেন কিনা তা তখনও স্পষ্ট নয় বলে সিএনএনের খবরে দাবি করা হয়।

মার্কিন গণমাধ্যমগুলোর এই খবরকে ভিত্তি করে বিশ্বের বেশিরভাগ দেশের পত্রপত্রিকা ও টিভি চ্যানেলগুলো খবরটি প্রচার করে। এ ব্যাপারে বিশ্বব্যাপী যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় তা নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরানের অবস্থান স্পষ্ট করলেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৭