সন্ত্রাস নির্মূল করা আঞ্চলিক, আন্তর্জাতিক দায়িত্ব
https://parstoday.ir/bn/news/event-i143914-সন্ত্রাস_নির্মূল_করা_আঞ্চলিক_আন্তর্জাতিক_দায়িত্ব
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদের অবসান ঘটাতে হবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৭, ২০২৪ ১৮:১০ Asia/Dhaka
  • সন্ত্রাস নির্মূল করা আঞ্চলিক, আন্তর্জাতিক দায়িত্ব

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদের অবসান ঘটাতে হবে। 

আজ (রোববার) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করা একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক দায়িত্ব। তিনি সতর্ক করে বলেন, এই ভয়ঙ্কর হুমকি বিশ্বজুড়ে সমস্ত মানুষকে বিপন্ন করেছে।

বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী এই অঞ্চলে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক আলোচনা করেছেন। সেইসাথে সন্ত্রাসবাদ মোকাবেলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে তেহরান-দামেস্ক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

গতকাল নাসিরজাদেহ দুই দিনের সফরে দামেস্ক যান। এরইমধ্যে তিনি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাসের সাথে আলোচনা করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৭