ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের নিন্দা জানালো ওআইসি
(last modified Mon, 18 Nov 2024 07:53:33 GMT )
নভেম্বর ১৮, ২০২৪ ১৩:৫৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের নিন্দা জানালো ওআইসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ করে চলেছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অপরাধযজ্ঞ ও আগ্রাসন থামানোর জন্য সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। 

পশ্চিম গাজার আল-শাতি শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুল এবং বেইত লাহিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের বর্বর আগ্রাসনের পর এই নিন্দা জানালো ওআইসি। ইসরাইলের এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইহুদিবাদী ইসরাইল আল-শাতি শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত যে স্কুলে হামলা চালিয়েছে সেখানে উদ্বাস্ত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। 

ওআইসি সুস্পষ্ট ভাষায় বলেছে, ইসরাইল সম্প্রতি যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এ অবস্থায় ইসরাইলের অপরাধযজ্ঞ থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

এছাড়া, গাজা উপত্যকার সমস্ত এলাকায় যাতে পর্যাপ্ত পরিমাণে এবং নিয়মিতভাবে ত্রাণ সহায়তা পৌঁছানো যায় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সুরক্ষা দেয়ার দাবি জানিয়েছে ৫৭ জাতির সংগঠন ওআইসি। 

এদিকে, গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে বলা হয়েছে, গতকাল ইহুদিবাদী ইসরাইলের হামলায় ৯৬ জন ফিলিস্তিনি শহীদ এবং ৬০ জন আহত হয়েছেন। কার্যালয়ের তথ্য মতে- বেইত লাহিয়ার হামলায় ৭২ জন এবং নুসাইরাত ও বুরেইজ শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ২৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৮