প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত ৩০ দখলদার সেনা নিহত
https://parstoday.ir/bn/news/event-i143962
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে জাবালিয়ায় স্থল আগ্রাসন শুরু করার পর থেকে দুই ডজনের বেশি ইসরাইলি সেনা কর্মকর্তা ও সিপাহী নিহত হয়েছে। খোদ ইসরাইলি গণমাধ্যম এই খবর দিয়েছে। গত মাসে ইসরাইল এই আগ্রাসন শুরু করে। 
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
নভেম্বর ১৮, ২০২৪ ১৯:৪৭ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে জাবালিয়ায় স্থল আগ্রাসন শুরু করার পর থেকে দুই ডজনের বেশি ইসরাইলি সেনা কর্মকর্তা ও সিপাহী নিহত হয়েছে। খোদ ইসরাইলি গণমাধ্যম এই খবর দিয়েছে। গত মাসে ইসরাইল এই আগ্রাসন শুরু করে। 

চ্যানেল টুয়েলভ-এর তথ্য অনুসারে, ৫ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধে ৩০ জন ইসরাইলি অফিসার এবং সিপাহী মারা গেছে। 

গতকাল (রোববার) ইসরাইলি বর্বর বাহিনী গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে লড়াইয়ের সময় আরো দুই সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে একজন অফিসার রয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এক সেনা গুরুতরভাবে আহত হয়।

ইসরাইলি দখলদার সেনারা উত্তর গাজায় স্থল আগ্রাসন জোরদার করেছে। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর তৃতীয় বারের মতো বেইত লাহিয়ায় এই ধরনের আগ্রাসন চালালো ইসরাইল। 

সম্প্রতি, ইসরাইলি সংবাদপত্র মারিভ বলেছে, ৪০০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর প্রায় দুই ডিভিশন সেনা হতাহত হয়েছে। সংবাদপত্রটি আরো বলেছে, সেনাবাহিনীতে লোকবল গুরুতরভাবে কম গেছে। সমস্ত সমস্যার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা দায়ী বলেও মন্তব্য করেছে দৈনিক মারিভ।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮