ইরানের শিপিং লাইনের ওপর নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন
https://parstoday.ir/bn/news/event-i143978-ইরানের_শিপিং_লাইনের_ওপর_নিষেধাজ্ঞা_দিল_ইউরোপীয়_ইউনিয়ন_ও_ব্রিটেন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিপিং লাইনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে বলে ভিত্তিহীন অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৯, ২০২৪ ১১:১০ Asia/Dhaka
  • ইরানের শিপিং লাইনের ওপর নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিপিং লাইনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে বলে ভিত্তিহীন অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন গতকাল (সোমবার) জানিয়েছে, তারা ইরানের শিপিং লাইন, এর পরিচালক মোহাম্মদ রেজা খিয়াবনি এবং আরো কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

ইউরোপীয় কমিশন জানিয়েছে, এইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধীনে বা নিয়ন্ত্রণে থাকা জাহাজ, বন্দর এবং লক নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হিসেবে পরিগণিত হবে এবং তাদের সাথে যেকোনো ধরনের লেনদেন নিষিদ্ধ। ইউরোপীয় ইউনিয়ন দাবি করেছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও প্রতিষ্ঠান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ও উপাদান সরবরাহের সাথে জড়িত। 

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা ও প্রতিবাদ করেছেন ইরানের সড়ক ও নগর উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী আলী আকবর সাফায়ি। তিনি বলেছেন, সম্পূর্ণভাবে দেশের জন্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে কাস্পিয়ান সাগরে ইরানের শিপিং লাইন কাজ করছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ সম্পূর্ণভাবে কল্পনাপ্রসূত।

সাফায়ি বলেন, আমেরিকার সাথে তাল মেলানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন ইরানের শিপিং লাইনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে যা শুধুমাত্র ইরানের সাধারণ জনগণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।#

পার্সটুডে/এসআইবি/১৯ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।