নিহতদের পরিবারবর্গকে জানালেন সমবেদনা
পাকিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররামের নিম্নাঞ্চলে যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের চালানো বন্দুক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তিনি এ ঘটনায় নিহতদের পরিবারবর্গের পাশাপাশি পাকিস্তানের সরকার ও জনগণকে সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবারের ওই পাশবিক হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কালিম শাহ জানিয়েছেন, যাত্রীবাহী দুটি গাড়িবহরে হামলা হয়েছে যেসব গাড়িতে শিয়া মুসলমানরা ভ্রমণ করছিলেন। একটি গাড়ি পেশোয়ার থেকে পারাচিনারে এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারে যাত্রী নিয়ে যাচ্ছিল। ওই দুটিতে গাড়িতে গুলি চালায় বন্দুকধারীরা।
পাকিস্তানের শিয়া জনগোষ্ঠী এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে। তারা আজ (শুক্রবার) নিজেদের নিরাপত্তার দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করবেন বলে কথা রয়েছে। শিয়াদের একটি সূত্র জানিয়েছে, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানের শিয়া জনগোষ্ঠীকে টার্গেট করে একের পর এক হামলা চালাচ্ছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আলাদা আলাদা বার্তায় কুররাম অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর চালানো এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২২