লেবাননের আবাসিক এলাকায় ইসরাইলি বোমা হামলা: ইরানি অধ্যাপকের প্রতিক্রিয়া
পার্সটুডে-ইরানের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজা ও লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইহুদিবাদীদের হামলার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন। হামলার কথা উল্লেখ করে পশ্চিমা মিডিয়াকে এই গণহত্যার অংশীদার হিসেবে বিবেচনা করেছেন।
পার্সটুডে আরও জানায় তেহরান ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ওয়ার্ল্ড স্টাডিজের অধ্যাপক এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের পরিচালক সৈয়দ মোহাম্মদ মারান্দি এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে বাবার কোলে বাচ্চাদের ছবি পোস্ট করে তিনি লিখেছেন: ইহুদিবাদী ইসরাইল যে লেবাননের আবাসিক ভবন এবং অ্যাপার্টমেন্ট টাওয়ারে বোমা হামলা চালাচ্ছে তাকে ন্যায্যতা দিতে পশ্চিমা মিডিয়াগুলো ওই হামলাকে 'হিজবুল্লাহ টার্গেট' বলে অভিহিত করছে।
মারান্দি আরও বলেন: পশ্চিমা মিডিয়াগুলো ইসরাইলি গণহত্যার অংশীদার।
লেবাননের হিজবুল্লাহকে মোকাবিলা করার অজুহাতে ২৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে, ইসরাইলি সেনাবাহিনী দেশটির বেসামরিক এলাকায় বড় আকারের আক্রমণ শুরু করেছে। ওই বর্বর হামলা এখনও অব্যাহত রয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত লেবাননের ৩ হাজার ৪৫২ জন নাগরিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪ হাজার ৬৬৪ জন।#
পার্সটুডে/এনএম//২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।