গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য
ইসরাইল গাজায় ১৪শ’রও বেশি পরিবারকে নিশ্চিহ্ন করেছে
-
গাজায় ইসরাইলি ধ্বংসযজ্ঞ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে ইসরাইল ১৪০০’র বেশি পরিবারকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছে। গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গাজার ১৪১০টি পরিবারের ৫ হাজার ৪৪৪ জন ব্যক্তি এই সময়ে শহীদ হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে ৩ হাজার ৪৬৩টি পরিবারের মাত্র একজন করে সদস্য জীবিত আছেন। এছাড়া, ২ হাজার ২৮৭টি পরিবারে একজনের বেশি সদস্য জীবিত আছেন।
এদিকে, ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান থেকে উত্তর গাজায় ফিলিস্তিনি পরিবারগুলোর ওপর বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। গতকাল জাবালিয়ায় একটি পরিবারের ওপর বিমান হামলা হয় এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুসারে, ইসরাইলের এই হামলায় অন্তত সাতজন শহীদ এবং আরো কয়েকজন আহত হয়েছেন।
উত্তর গাজার বেইত লাহিয়ার অন্য একটি বাড়ির ওপর ইসরাইলের বিমান হামলায় একজন শহীদ হয়েছেন। গাজার পৌরসভা আগেই ওই এলাকাকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করেছে। সেখানে কোনো খাদ্য, পানি, হাসপাতাল, ডাক্তার কিংবা অন্য কোন ধরনের পরিসেবা চালু নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী ইসরাইল তিনটি পরিবারের ওপর বিমান হামলা চালিয়ে অন্তত ১৪ জন ফিলিস্তিনিকে শহীদ এবং ১০৮ জনকে আহত করেছে।#
পার্সটুডে/এসআইবি/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।