আব্বাস আরাকচির মন্তব্য
গাজায় পরাজয় মেনে নিতে ইসরাইলের জন্য এটাই উপযুক্ত সময়
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর গাজায় ইসরাইলের পরাজয় মেনে নেয়ার এখনই উপযুক্ত সময়।
গতকাল (বুধবার) এক্স পেইজে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, হিজবুল্লাহ আবারও ইসরাইলের অপরাজেয় থাকার মিথ ভেঙে দিয়েছে এবং দখলদার ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে।
মঙ্গলবার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন যার মাধ্যমে লেবাননে ইসরাইলের ভয়াবহ আগ্রসনের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। আমেরিকা ও ফ্রান্সের দেয়া একটি প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করার পর নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন।
আব্বাস আরাকচি তার পোস্টে আরো বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর নেতানিয়াহু যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য হন। তিনি বলেন, নেতানিয়াহু গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধাপরাধ করার জন্য মার্কিন করদাতাদের কয়েক বিলিয়ন ডলার নিয়েছেন। ইসরাইল তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সম্পূর্ণভাবে মার্কিন সামরিক এবং রাজনৈতিক সমর্থন উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আব্বাস আরাকচি।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৮