আবার বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব
উগ্রবাদীদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু করেছে সিরিয়ার সেনারা
সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো এবং ইদলিব প্রদেশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক সহিংস তৎপরতার কারণে সিরিয়ার সামরিক বাহিনী গতকাল (বৃহস্পতিবার) থেকে এই সেনা অভিযান শুরু করে। এরইমধ্যে সন্ত্রাসীদের বড় ধরনের চারটি হামলা সামরিক বাহিনী ব্যর্থ করেছে।
রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তায় সিরিয়ার সেনারা সন্ত্রাসীদের সদর দপ্তর এবং তাদের বিভিন্ন অবস্থান ও সামরিকযানের ওপর বিমান হামলা চালিয়েছে।
গত কয়েকদিনে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আল-বাকয়ুম শহর সহ যেসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল সেগুলো পুনরুদ্ধার করেছে সিরিয়ার সামরিক বাহিনী। এছাড়া, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের অস্ত্র ও রসদ সরবরাহ লাইনের ওপর সিরিয়ার সামরিক বাহিনী হামলা চালিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে বলেছে, বিপুল সংখ্যক তাকফিরি সন্ত্রাসী মাঝারি ও ভারী অস্ত্র নিয়ে বিভিন্ন শহর এবং গ্রামে হামলা চালানোর চেষ্টা চালায়, তবে তা রুখে দেয়া হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, কোনো কোনো এলাকায় এখনো সামরিক বাহিনীর সাথে সন্ত্রাসীদের ভয়াবহ সংঘর্ষ চলছে।
গত বুধবার একদিনেই আলেপ্পো ও ইদলিব প্রদেশে অন্তত ৪০০ সন্ত্রাসী নিহত হয়েছে। যেসব সন্ত্রাসী গোষ্ঠী এই সংঘর্ষে যুক্ত হয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে তুরস্ক সমর্থিত হায়াতে তাহরির আশ-শাম।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।