কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা
https://parstoday.ir/bn/news/event-i144354-কলকাতায়_বাংলাদেশের_জাতীয়_পতাকা_অবমাননা_তীব্র_নিন্দা_জানাল_ঢাকা
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২৯, ২০২৪ ২০:৫৭ Asia/Dhaka
  • কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস।
    কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

ইউএনবি জানিয়েছে, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের বাইরে উগ্রবাদী বিক্ষোভে গভীর উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানিয়েছে এবং ভারতকে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনীতিক এবং অ-কূটনৈতিক কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে।

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের কলকাতার একটি হিন্দু সংগঠনের আয়োজনে সহিংস বিক্ষোভে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীদের একটি বড় দল সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-হাইকমিশনের সীমানায় পৌঁছে যায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ্য করে। যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে, তবে উপ-হাইকমিশনের সকল সদস্য নিরাপত্তাহীনতার আশঙ্কায় রয়েছেন।#

পার্সটুডে/এমএআর/২৯