হামা শহর থেকে সেনা প্রত্যাহারের গুজব নাকচ করল সিরিয়ার সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/event-i144398-হামা_শহর_থেকে_সেনা_প্রত্যাহারের_গুজব_নাকচ_করল_সিরিয়ার_সেনাবাহিনী
সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা শহর থেকে সেনা প্রত্যাহার করার গুজব নাকচ করে দিয়েছে দেশটির সরকার। দামেস্ক বলেছে, সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী যে সফল যুদ্ধ চালাচ্ছে তার বিরুদ্ধে ‘গণমাধ্যম যুদ্ধের’ অংশ হিসেবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ০১, ২০২৪ ১০:১৪ Asia/Dhaka
  • সিরিয়ার সেনাবাহিনী
    সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা শহর থেকে সেনা প্রত্যাহার করার গুজব নাকচ করে দিয়েছে দেশটির সরকার। দামেস্ক বলেছে, সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী যে সফল যুদ্ধ চালাচ্ছে তার বিরুদ্ধে ‘গণমাধ্যম যুদ্ধের’ অংশ হিসেবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনী হামা শহরের উত্তর ও পূর্ব অংশের শহরতলীতে অবস্থান নিয়েছে। এছাড়া, হামার আশপাশের শহরগুলোতে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারেনি। এ কারণে, বিরোধীদের গণমাধ্যমে প্রকাশিত গুজবে কান না দিতে সিরিয়ার জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যুদ্ধক্ষেত্রের ভিডিও ফুটেজেও দেখা গেছে, সিরিয়ার সেনাবাহিনী হামা শহরে নিজেদের উপস্থিতি নিশ্চিত করছে।  সিরিয়ার সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, দেশের জনগণ ও নির্ভীক সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।  ঘোষণায় বলা হয়েছে, আমাদের নির্ভীক সেনাবাহিনী তাদের দেশ ও জনগণকে সব ধরনের সন্ত্রাসবাদ ও তাদের সমর্থকদের আগ্রাসন থেকে রক্ষা করতে বদ্ধপরিকর।

সিরিয়ার সেনাাবহিনীর পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, হাজার হাজার জঙ্গি ভারী সমরাস্ত্র ও ড্রোন স্কোয়াড্রনে সজ্জিত হয়ে দেশের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে। তাদের হামলায় কয়েক ডজন সৈন্য প্রাণ হারিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, তবে সেনাবাহিনীর শক্তিশালী পাল্টা হামলায়  জঙ্গিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং তারা সুনির্দিষ্ট কোনো স্থানে অবস্থান নিতে পারেনি।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।