আব্বাস আরাকচির ঘোষণা
সরকারী অনুরোধে সিরিয়ায় সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান
-
আব্বাস আরাকচি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে তেহরান। এজন্য সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসতে হবে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল (মঙ্গলবার) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম নিউ আরবকে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি একথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আকস্মিক তাণ্ডব ইরানের চেয়ে তুরস্ক ও ইরাকের জন্য অনেক বেশি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে।
রাশিয়া, তুরস্ক এবং ইরানের সমন্বয়ে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যে ‘আস্তানা কূটনৈতিক প্রক্রিয়া’ চলছিল তা বানচাল হতে পারে বলেও আরাকচি উদ্বেগ প্রকাশ করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তুরস্কে যে সফর করেছেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে সিরিয়া বিষয়ে ইরান-তুরস্ক মতপার্থক্য নিয়ে যে সমস্ত আলোচনা করেছেন সাক্ষাৎকারে সে কথাও তুলে ধরেন। তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি শান্ত করা এবং স্থায়ী সমাধানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চলমান প্রস্তুতি চলছে।
প্রতিরোধ অক্ষে মিত্রদের সাথে ইরানের সম্পর্কের বিষয়ে আব্বাস আরাকচি বলেন, "ইরান আরব দেশগুলোতে প্রতিরোধ আন্দোলনগুলোকে পরিচালনা করে না এবং তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই; বরং ইরান তাদের প্রয়োজনকে সমর্থন করে এবং সহযোগিতা করে।"#
পার্সটুডে/এসআইবি/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।