গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করল সিরিয় সেনারা; ১৬০০’র বেশি সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/event-i144526-গুরুত্বপূর্ণ_এলাকা_মুক্ত_করল_সিরিয়_সেনারা_১৬০০’র_বেশি_সন্ত্রাসী_নিহত
সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় হামা শহরের আশপাশের পুরোটাই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। সিরিয়ার গণমাধ্যম সূত্র আজ (বুধবার) বলেছে, "এ এলাকায় আর কোনো সন্ত্রাসী নেই।"
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২৪ ১৮:৪০ Asia/Dhaka
  • গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করল সিরিয় সেনারা; ১৬০০’র বেশি সন্ত্রাসী নিহত

সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় হামা শহরের আশপাশের পুরোটাই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। সিরিয়ার গণমাধ্যম সূত্র আজ (বুধবার) বলেছে, "এ এলাকায় আর কোনো সন্ত্রাসী নেই।"

সূত্র মতে, কথিত হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস’র সঙ্গে সম্পর্কযুক্ত তাকফিরি সন্ত্রাসীদের সাথে ভয়াবহ সংঘর্ষের পর হামার উত্তর-পূর্বে তুবা শহরের ওপর সেনাবাহিনী তার নিয়ন্ত্রণ বাড়িয়েছে।

এর আগে, সিরিয়ার একটি সূত্র জানিয়েছে, "সিরিয় সেনারা হামা শহর থেকে ১৫ কিলোমিটারেরও বেশি দূরত্বে উত্তর-পূর্ব এলাকার যেসব পয়েন্টে অগ্রসর হয়েছিল তা সুরক্ষিত করেছে।"

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের তথ্য মতে, শহরটি সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং "তুলনামূলক শান্ত" রয়েছে বলে দেখা যাচ্ছে।

এর আগে আজ দিনের প্রথম ভাগে সিরিয়ার বিমান বাহিনী ও রুশ মিত্ররা সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের পুনরুত্থানের পর থেকে বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানের ওপর সবচেয়ে ভারী হামলা চালায়। গত বুধবার থেকে সন্ত্রাসীদের পুনরুত্থানের পর এ পর্যন্ত সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানে ১৬০০’র বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪