গাজায় আটক ইহুদিবাদী পণবন্দি যুবকের ভিডিও প্রকাশ
‘আমরা প্রতিদিন হাজার বার মৃত্যুবরণ করছি; আমাদের কথা আর কেউ ভাবছে না’
-
মাটান জাঙ্গাউকার
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি একজন পণবন্দির ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। ভিডিওতে মাটান জাঙ্গাউকার নামক ওই পণবন্দি যুবক গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না করায় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র নিন্দা জানিয়েছে।
হামাস বহু আগে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করাকে ইহুদিবাদী পণবন্দিদের মুক্ত করার পূর্বশর্ত হিসেবে ঘোষণা করেছে। শনিবার রাতে প্রকাশিত তিন মিনিট ২২ সেকেন্ডের ভিডিও ক্লিপে নেতানিয়াহুকে উদ্দেশ করে এই পণবন্দি বলেছে, “আমি এবং আমার সহ-পণবন্দিরা আমাদের জীবন নিয়ে তীব্র আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা প্রতিদিন হাজার বার মৃত্যুবরণ করছি এবং আমাদের কথা এখন আর কেউ ভাবছে না।”
মাটান বলেছে, সে একথা জানতে পেরে ভীষণভাবে হতাশ হয়েছে যে, নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করে পণবন্দিদের মুক্ত করে নেয়ার পরিবর্তে ঘোষণা দিয়েছেন, যে কেউ পণবন্দিদের নিরাপদে ইসরাইলে ফিরিয়ে নিতে সাহায্য করবে তাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে।
ইসরাইলি এই পণবন্দি ভিডিও ক্লিপে নেতানিয়াহুকে উদ্দেশ করে আরো বলেছে, “আমি এখন এ বিষয়ে নিশ্চিত যে, আপনি আপনার শত্রুদের এখনও সঠিকভাবে চিনতে পারেননি। আপনি তাদের মানসিকতা বুঝতেও অক্ষম। এটিই আপনার ব্যর্থতা।” মাটান গাজায় তার মতো আটক সকল পণবন্দিকে মুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যেতে ইসরাইলি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
ইহুদিবাদী এই পণবন্দির ভিডিও প্রকাশ হওয়ার পরপরই রাজধানী তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা অবশিষ্ট পণবন্দিরা নিহত হওয়ার আগেই যুদ্ধবিরতি দিয়ে গাজা থেকে তাদের ফিরিয়ে নেয়ার জন্য নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানায়। গভীর রাত পর্যন্ত এ বিক্ষোভ চলে। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/৮