সিরিয় সেনাদের জবাব দেয়ার অক্ষমতা এবং ঘটনাবলীর অপ্রত্যাশিত গতি ছিল বিস্ময়কর
https://parstoday.ir/bn/news/event-i144676-সিরিয়_সেনাদের_জবাব_দেয়ার_অক্ষমতা_এবং_ঘটনাবলীর_অপ্রত্যাশিত_গতি_ছিল_বিস্ময়কর
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর অগ্রাভিযান শুরুর আগেই ইরান সিরিয়ার সরকারকে এ বিষয়ে সতর্ক করেছিল। কিন্তু তারপরও সিরিয়া সরকার তাদের পতন ঠেকাতে পারেনি এবং সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডব ঠেকাতে সিরিয় বাহিনীর অক্ষমতা বিস্ময়কর বলে মনে হচ্ছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২৪ ১২:৪৩ Asia/Dhaka
  • সিরিয় সেনাদের জবাব দেয়ার অক্ষমতা এবং ঘটনাবলীর অপ্রত্যাশিত গতি ছিল বিস্ময়কর

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর অগ্রাভিযান শুরুর আগেই ইরান সিরিয়ার সরকারকে এ বিষয়ে সতর্ক করেছিল। কিন্তু তারপরও সিরিয়া সরকার তাদের পতন ঠেকাতে পারেনি এবং সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডব ঠেকাতে সিরিয় বাহিনীর অক্ষমতা বিস্ময়কর বলে মনে হচ্ছে।

গতকাল (রোববার) বাশার আল-আসাদ সরকারের পতনের পর সশস্ত্র গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস রাজধানী দামেস্ক দখল করে। এরপর আব্বাস আরাকচি এসব কথা বলেছেন।

তিনি বলেন, সম্প্রতি তিনি সিরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বাশার আসাদ রাষ্ট্রীয় বাহিনীর বিষয়ে অভিযোগ করেছিলেন। আব্বাস আরাকচি বলেন, সিরিয়াকে রক্ষা করার প্রধান দায়িত্ব সে দেশের সামরিক বাহিনীর, ইরান এই দায়িত্ব নিজের বলে মনে করে না। এ ব্যাপারে ইরান কেবল দিক নির্দেশন এবং পরামর্শ নিতে পারে।

আব্বাস আরাকচি বলেন, “আমি স্মরণ করতে পারি যে, আমরা সবসময় সিরিয়ার সরকারকে বিরোধী পক্ষগুলোর সাথে সংলাপ এবং যোগাযোগ করার পরামর্শ দিয়েছি এবং জনগণের ক্ষতি না করে সব সমস্যার সমাধানের কথা বলেছি। এই কারণেই আস্তানা প্রক্রিয়া শুরু হয়েছিল যাতে সদস্য হিসেবে কাজ করেছে ইরান, তুরস্ক এবং রাশিয়া।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার ঘটনাবলী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অবস্থানকে দুর্বল করবে না। হিজবুল্লাহর হাতে যে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে তা আগামী এক থেকে দুই বছর পর্যন্ত তাদের প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।

আরাকচি আরো বলেন, সিরিয়া প্রতিরোধ অক্ষের একটি গুরুত্বপূর্ণ শক্তি এবং ইসরাইল-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম ক্ষমতা দখলের পর তারা ইরানের বিষয়ে কী ধরনের নীতি গ্রহণ করে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরান।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯