আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় মন্ত্রী নিহত; নিন্দা জানাল ইরান
-
হাক্কানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আফগানিস্তানের তালেবান সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন, 'ইরান এই হামলার নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে নিহতদের পরিবার-পরিজন ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা।'
গতকাল (বুধবার) আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানিসহ কয়েকজন নিহত হয়েছেন। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত হলেন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানিয়েছে, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়। হামলাকারী নিজেকে অতিথি পরিচয় দিয়ে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে প্রবেশ করেন। খলিল হাক্কানি দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষর করার সময় বোমা বিস্ফোরণ ঘটান ওই হামলাকারী।
তালেবান বলেছে, দায়েশ বা আইএস সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। আইএস এই হামলার দায় স্বীকার করেছে। #
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।