‘ইসরাইলের গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের উদ্যোগ নিতে হবে’
গ্রোসির মুখে ইসরাইলের পারমাণবিক অস্ত্রের স্বীকারোক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরান
-
ইসরাইলে দিমুনা পরমাণু কেন্দ্র
ইরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক যে স্বীকারোক্তি দিয়েছেন তা এই সংস্থার দায়িত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
তেহরান বলেছে, এখন আইএইএ’কে ইসরাইলের পারমাণবিক অস্ত্র ধ্বংস এবং তেল আবিবকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষরে বাধ্য করতে হবে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন।
ইহুদিবাদী ইসরাইলের কাছে ২০০ থেকে ৪০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারনা করা হলেও তেল আবিব বিষয়টিকে কখনও স্বীকার বা অস্বীকার করেনি। রাফায়েল গ্রোসি বুধবার নোবেল পিস প্রাইস ফোরামে দেয়া ভাষণে ইরান ও ইসরাইলের মধ্যকার উত্তেজনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ইঙ্গিত দেন।
তিনি ইসরাইলের কাছে এই গণবিধ্বংসী অস্ত্র রয়েছে বলে উল্লেখ করার পাশাপাশি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করেন। গ্রোসি বলেন, “একদিকে [ইসরাইলে] পারমাণবিক অস্ত্রের অনুমিত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যদিকে [ইরানে] পারমাণবিক অস্ত্র বিস্তারের সত্যিকারের ঝুঁকি বাড়ছে।”
এ সম্পর্কে গরিবাবাদি আরো বলেন, “আইএইএ’র কোনো মহাপরিচালক যে এই প্রথমবারের মতো স্বীকার করলেন ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়টি তার এবং আইএইএ’র দায়িত্ব বহুগুণে বাড়িয়ে দিল।”
ইরানের এই উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নিছক স্বীকারোক্তি যথেষ্ট নয়। এখন তাকে অপরাধী ইসরাইলের পারমাণবিক অস্ত্রের নিন্দা জানাতে হবে এবং এই অস্ত্র ধ্বংস করার উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করতে তেল আবিবকে বাধ্য করতে হবে।
পাশাপাশি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে গ্রোসি যে দাবি করেছেন তার তীব্র নিন্দা জানান গরিবাবাদি। তিনি বলেন, কথিত ‘সম্ভাবনা ও ধারনা’র ভিত্তিতে তিনি রাজনৈতিক নেতাদের মতো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিতে পারেন না।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৩