ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার
https://parstoday.ir/bn/news/event-i144880-ইসরাইলি_পাইলটদের_যুদ্ধবিমান_না_চালানোর_আহ্বান_সাবেক_আইন_কর্মকর্তার
ইহুদিবাদী ইসরাইলের একজন উচ্চপর্যায়ের সাবেক আইন কর্মকর্তা যুদ্ধবিমান চালানো বন্ধ করার জন্য পাইলটদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি বিতর্কিত বিচারবিভাগীয় সংস্কার কার্যকর করেন তাহলে পাইলটদের স্বেচ্ছায় যুদ্ধবিমান পরিচালনা বন্ধ করা উচিত।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২৪ ১৩:০৬ Asia/Dhaka
  • ইসরাইলি যুদ্ধবিমান
    ইসরাইলি যুদ্ধবিমান

ইহুদিবাদী ইসরাইলের একজন উচ্চপর্যায়ের সাবেক আইন কর্মকর্তা যুদ্ধবিমান চালানো বন্ধ করার জন্য পাইলটদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি বিতর্কিত বিচারবিভাগীয় সংস্কার কার্যকর করেন তাহলে পাইলটদের স্বেচ্ছায় যুদ্ধবিমান পরিচালনা বন্ধ করা উচিত।

ইসরাইলের সাবেক অ্যাটর্নি মোশে ল্যাডোর গতকাল (শনিবার) এই আহ্বান জানান। নেতানিয়াহুর বিচার বিভাগের সংস্কারকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ হয়ে আসছে।

তিনি বলেন, নেতানিয়াহু যে আগ্রাসী এবং বলদর্পিতার সাথে তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন তার বিরুদ্ধে পাইলটদের এই যুদ্ধবিমান পরিচালনা বন্ধ করা শুধু অধিকার নয় বরং এটি দায়িত্ব। নেতানিয়াহু কথিত বিচার বিভাগীয় সংস্কার বাস্তবায়ন করতে পারলে তিনি স্বৈরশাসকে পরিণত হবেন।

পাইলটদের প্রতি আহ্বান জানিয়ে ল্যাডোর বলেন, “নেতানিয়াহু সরকারকে সম্বোধন করে আপনাদের বলা উচিত আপনি স্বৈরশাসক হয়ে যাচ্ছেন। অতএব, আমরা আপনার বিমান চালাবো না।”

যে কথিত সংস্কারগুলোকে তিনি "অবৈধ" বলে নিন্দা করেছেন তা নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভা এবং নেসেটের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো বাতিলে সর্বোচ্চ আদালতের ক্ষমতা কেড়ে নেবে। ইসরাইলের সংসদ তখন ১২০ সদস্যের মধ্যে ৬১ ভোটের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আদালতের সিদ্ধান্তগুলোকে বাতিল করতে সক্ষম হবে। এর অর্থ হচ্ছে সব বিষয়ে আদালত নয় বরং নেতানিয়াহু ও তার অনুগত সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবেন। এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো তিনি বাতিল করে দিতে পারবেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৫