‘ইসরাইলের সাথে সংঘাতে লিপ্ত হতে চায় না সিরিয়া’
https://parstoday.ir/bn/news/event-i144888-ইসরাইলের_সাথে_সংঘাতে_লিপ্ত_হতে_চায়_না_সিরিয়া’
সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল-শারা ওরফে জোলানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাথে দামেস্ক কোনো সংঘাতে জড়াতে চায় না। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিদায়ের পর ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর যে লাগাতার আগ্রাসন চালিয়ে আসছে সে ব্যাপারে দীর্ঘ নীরবতা ভেঙে এই প্রথম তিনি কথা বললেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২৪ ১৬:৩২ Asia/Dhaka
  • ‘ইসরাইলের সাথে সংঘাতে লিপ্ত হতে চায় না সিরিয়া’

সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল-শারা ওরফে জোলানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাথে দামেস্ক কোনো সংঘাতে জড়াতে চায় না। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিদায়ের পর ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর যে লাগাতার আগ্রাসন চালিয়ে আসছে সে ব্যাপারে দীর্ঘ নীরবতা ভেঙে এই প্রথম তিনি কথা বললেন।

সিরিয়ার ক্ষমতা দখলকারী হায়াতে তাহারির আশ-শামের নেতা জোলানি বলেন, “আমরা ইসরাইলের সাথে সংঘাতে জড়াতে যাচ্ছি না।” একই সাথে তিনি সিরিয়াকে মধ্যপ্রাচের দুর্বল দেশ হিসেবে আখ্যায়িত করেছেন।

জোলানি আল-কায়েদার সিরিয়া শাখার প্রতিষ্ঠাতা ছিলেন। একই সাথে তিনি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দাায়েশের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, এখন ইরান ও হিজবুল্লাহ সিরিয়ায় নেই; ফলে দেশের ওপর ইসরাইলের হামলার কোনো কারণ নেই। তবে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিভিন্ন সামরিক শিল্প প্রতিষ্ঠান ও নৌবহরের ওপর হামলা চালাচ্ছে এবং গোলান মালভূমির বাফারজোন দখল করেছে সে ব্যাপারে জোলানি কোনো কথা বলেননি। সিরিয়ায় পুরো শীতকাল ইসরাইলি সেনাবাহিনী অবস্থান করবে বলেও ঘোষণা দিয়েছে তেল আবিব।

ইরানি সমাজের সাথে তার সংগঠন এবং মিত্রদের কোনো শত্রুতা নেই বলেও ঘোষণা দেন এইচটিএস নেতা। তবে আমেরিকা ও তুরস্কের সমর্থন বাশার আসাদ সরকারের উৎখাত মধ্যপ্রাচ্যে ইরানি রাজনৈতিক প্রকল্পের ওপর বিজয় বলে তিনি মন্তব্য করেন।

গত ৮ ডিসেম্বর বিদেশি মদদপুষ্ট সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৫