গাজার ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে: আইরিশ পররাষ্ট্রমন্ত্রী
(last modified Tue, 17 Dec 2024 03:33:46 GMT )
ডিসেম্বর ১৭, ২০২৪ ০৯:৩৩ Asia/Dhaka
  • গাজার ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে: আইরিশ পররাষ্ট্রমন্ত্রী

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন বলেছেন, ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক সমাজ ও গণমাধ্যমের জন্য গাজা উপত্যকাকে উন্মুক্ত করে দিলে সেখানকার ধ্বংসযজ্ঞ দেখে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে।

তিনি গতকাল (সোমবার) ব্রাসেলসে এক বক্তব্যে এ মন্তব্য করেন। মার্টিন বলেন, আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, গাজায় প্রবেশ করার সুযোগ পেলে সেখানকার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্ববাসীকে বিস্মিত করবে। তখন এই উপত্যকার পুনঃনির্মাণের জরুরি প্রয়োজনীয়তা সবার কাছে স্পষ্ট হবে।

ইহুদিবাদী ইসরাইল সরকার আয়ারল্যান্ডে নিজের দূতাবাস বন্ধ করার ঘোষণা দেয়ার একদিন পর আইরিশ পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। তেল আবিব আইরিশ সরকারকে ‘অতিমাত্রায় ইসরাইল-বিদ্বেষী’ আখ্যা দিয়ে দূতাবাস বন্ধ করার ওই সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে যে মামলা লড়ছে আয়ারল্যান্ড তাতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর ডাবলিনকে ইসরাইল-বিদ্বেষী ঘোষণা করে তেল আবিব।

আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন আরো বলেন, আয়ারল্যান্ড ‘আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান থেকেই’ আইসিসি’র বিচারে যোগ দেয়ার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ইসরাইলি বাহিনী এই মুহূর্তে উত্তর গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং যেভাবে প্রতিদিন বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করছে তা ‘কোনো নৈতিকতার মানদণ্ডেই’ ধারন করা সম্ভব নয়।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।