গাজায় ইহুদিবাদী ইসরাইল গণহত্যা চালাচ্ছে 
https://parstoday.ir/bn/news/event-i145048-গাজায়_ইহুদিবাদী_ইসরাইল_গণহত্যা_চালাচ্ছে
সু্ইজারল্যান্ডের জেনেভাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টর্স উইদাউট বর্ডার্সের মহাসচিব ক্রিস্টোফার লকইয়ার বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) লকইয়ার আরো বলেন, ইসরাইল গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে প্রকৃতপক্ষে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২০, ২০২৪ ১৬:৪০ Asia/Dhaka
  • গাজায় ইহুদিবাদী ইসরাইল গণহত্যা চালাচ্ছে 

সু্ইজারল্যান্ডের জেনেভাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টর্স উইদাউট বর্ডার্সের মহাসচিব ক্রিস্টোফার লকইয়ার বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) লকইয়ার আরো বলেন, ইসরাইল গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে প্রকৃতপক্ষে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে। 

তিনি বলেন, গত ১৪ মাসে ইহুদিবাদী ইসরাইল গাজার স্বাস্থ্যসেবা খাত এবং বেসামরিক স্থাপনা ধ্বংস করে সেখানে জীবনধারণের পরিস্থিতি শেষ করে দিয়েছে। এছাড়া, ইসরাইল গাজা উপত্যকার জনগণের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর অনুমতি দিতেও অস্বীকৃতি জানাচ্ছে। 

তিনি বলেন, “ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক শরণার্থীতে পরিণত করা হচ্ছে, তাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে এবং তাদের ওপর বোমাবর্ষণ করা হচ্ছে, একে আমরা সুস্পষ্টভাবে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বিবেচনা করছি।”

তিনি আরো বলেন, “ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল আগ্রাসন চালিয়ে যা করছে আমরা তা দেখেছি এবং বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকে আমরা যা শুনেছি তাতে একথা বলা যায় যে, গাজা উপত্যকায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে।” 

গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ ব্যাপক সংখ্যাগরিষ্ঠ ভোটে একটি প্রস্তাব পাস করেছে যাতে গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধ করার আহ্বান জানানো হয়। ১১ ডিসেম্বর পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ১৫৮টি দেশ ভোট দিয়েছে। প্রস্তাবে অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ীভাবে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২০