ফিলিস্তিনের পশ্চিম তীরের মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিল ইহুদিবাদীরা
(last modified Fri, 20 Dec 2024 11:51:39 GMT )
ডিসেম্বর ২০, ২০২৪ ১৭:৫১ Asia/Dhaka
  • পুড়ে যাওয়া মসজিদের একাংশ
    পুড়ে যাওয়া মসজিদের একাংশ

ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের উত্তরে মারদা শহরের 'বারালুদ্দিন' মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মসজিদ পোড়ানোর পাশাপাশি হামলাকারীরা দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল বসতি স্থাপনকারী সালফিট শহরের উত্তরে মারদা শহরে হামলা চালিয়েছে এবং বারালউদ্দিন মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, আগুন নেভানোর চেষ্টার মধ্যেই মসজিদে অনেক অংশ পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ক্ষতি ঠেকাতে পারেন নি। 

প্রত্যক্ষদর্শীরা আরও বলেছেন, ইহুদিবাদী দখলদার সন্ত্রাসীরা মসজিদের দেয়ালে তাদের একটি ধর্মীয় প্রতীক অঙ্কন করে বর্ণবাদী শ্লোগান লিখেছে। আরবরা ধ্বংস হোক-এই শ্লোগানও দেয়ালে দেখা যাচ্ছে। 

ইহুদিবাদী ইসরাইল মারদা শহরটিকে ঘিরে অবৈধ বসতি স্থাপন করেছে এবং ফিলিস্তিনিদের এই শহরটিকে চারদিক থেকে কাটা তার দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। শহরে প্রবেশের জন্য যে প্রবেশপথ রাখা হয়েছে সেটাও গত বছরের ৭ অক্টোবর থেকে প্রায় সময়ই বন্ধ রাখা হচ্ছে। সেখানকার অধিবাসীরা কার্যত বন্দী জীবন কাটাচ্ছে।#  

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।