‘তেল আবিবে সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে’
https://parstoday.ir/bn/news/event-i145092-তেল_আবিবে_সফল_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_হামলা_হয়েছে’
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী বলেছে, তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৪ ১৯:৩৯ Asia/Dhaka
  • ‘তেল আবিবে সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে’

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী বলেছে, তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ (শনিবার) এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি জানান, প্যালেস্টাইন-টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে যা ইসরাইলের উন্নতমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাধা দিতে ব্যর্থ হয়েছে। 

তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক বালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন-টু দিয়ে হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জেনারেল সারি বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। একই সাথে ইয়েমেনের উপর ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালিয়েছে তারও জবাব দেয়া হয়েছে। 

ইসরাইলের বিরুদ্ধে গাজার প্রতিরোধ যোদ্ধারা যে বীরত্বপূর্ণ অভিযান চালাচ্ছে তারও ব্যাপক প্রশংসা করেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র। তিনি নিশ্চিত করেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ এবং গাজার ওপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে না নেয়া পর্যন্ত ইয়েমেনের পক্ষ থেকে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

এদিকে, ইয়েমেনের আজকের এই হামলার ব্যাপারে ইহুদিবাদী সামরিক বাহিনী টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১৬ জন অবৈধ বসতি স্থাপনকারী আহত হয়েছে। ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরাইলি বাহিনী ব্যর্থ হয়েছে বলেও তারা স্বীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২১