‘মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করে ইয়েমেনে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছে’
(last modified Mon, 23 Dec 2024 04:05:38 GMT )
ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:০৫ Asia/Dhaka
  • ইয়েমেনের তথ্যমন্ত্রী হাশেম আহমেদ আব্দুর রহমান শারাফুদ্দিন
    ইয়েমেনের তথ্যমন্ত্রী হাশেম আহমেদ আব্দুর রহমান শারাফুদ্দিন

লোহিত সাগরের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করা কোনো কাকতলীয় ঘটনা ছিল না বরং এ ঘটনায় ইয়েমেনের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে। বার্তা সংস্থা সাবাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী হাশেম আহমেদ আব্দুর রহমান শারাফুদ্দিন।

গতকাল (রোববার) লোহিত সাগরের আকাশে ভুল করে নিজেদের গুলিতে একটি এফ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী দাবি করলেও ইয়েমেনের সেনা মুখপাত্র জানিয়েছেন, তাদের হামলায় জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়েছে।

এ সম্পর্কে শারাফুদ্দিন আরো বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতারীগুলোর বারবার নিজেদের অবস্থান পরিবর্তন ও লোহিত সাগর থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের জন্য রয়েছে সুস্পষ্ট বার্তা যারা ইয়েমেনে হামলা করার পরিকল্পনা করে।

ইয়েমেনের তথ্যমন্ত্রী বলেন, আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আমাদের একের পর এক বিজয় বিশ্বের সামনে একথা প্রমাণ করেছে যে, ইয়েমেনের বিরুদ্ধে কোনো হামলা বিনা জবাবে পার পাবে না। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, নির্যাতিত গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের অভিযান চলবে।

শারাফুদ্দিন বলেন, আমেরিকাকে একথা মাথায় রাখতে হবে যে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করে ওই উপত্যকার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেনের অভিযান বন্ধ হবে না। #

 পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৩