ইসরাইলি সেনা প্রত্যাহারে সহযোগিতা করুন: আমেরিকা ও ফ্রান্সকে মিকাতি
https://parstoday.ir/bn/news/event-i145176-ইসরাইলি_সেনা_প্রত্যাহারে_সহযোগিতা_করুন_আমেরিকা_ও_ফ্রান্সকে_মিকাতি
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তার দেশের দক্ষিণাঞ্চল থেকে ইহুদিবাদী ইসরাইলি সেনা প্রত্যাহার করার কাজে সহযোগিতা করার জন্য আমেরিকা ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২৪ ১২:৩৪ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা প্রত্যাহারে সহযোগিতা করুন: আমেরিকা ও ফ্রান্সকে মিকাতি

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তার দেশের দক্ষিণাঞ্চল থেকে ইহুদিবাদী ইসরাইলি সেনা প্রত্যাহার করার কাজে সহযোগিতা করার জন্য আমেরিকা ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের  যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার প্রায় এক মাস পর লেবানন-ইসরাইল সীমান্ত পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানালেন। গত ২৭ নভেম্বর স্বাক্ষরিত ওই চুক্তিতে আমেরিকা ও ফ্রান্স মধ্যস্থতা করেছিল।

মিকাতি সোমবার দক্ষিণ লেবাননের সীমান্ত শহর খৈয়াম পরিদর্শন করার সময় বলেন, লেবাননের সেনাবাহিনী যাতে তাদের দায়িত্বে পুরোপুরি নিয়োজিত হতে পারে সেজন্য ইসরাইলি শত্রুকে তার সেনা প্রত্যাহারসহ সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে। এজন্য তিনি আমেরিকা ও ফ্রান্সকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী মিকাতি বলেন, ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই যাতে তেলআবিব ওই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করে সেজন্য তার ওপর চাপ প্রয়োগ করতে হবে।

এখনও ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেন দেশটির প্রধানমন্ত্রী। এ ব্যাপারে তিনি আন্তর্জাতিক সমাজেরও হস্তক্ষেপ কামনা করেন।

গত ২৭ নভেম্বর সকাল থেকে লেবাননের হিজবুল্লাহর সেঙ্গ ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়। চুক্তি অনুসারে, ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সকল সেনা প্রত্যাহার করবে ইহুদিবাদী সরকার।

সেইসঙ্গে লেবানন-ইসরাইল সীমান্তবর্তী এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের পাশাপাশি লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। ওই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবাননে আর কোনো আগ্রাসন চালাবে না বলে প্রতিশ্রুতি দেয় তেল আবিব। কিন্তু তা এ পর্যন্ত বহুবার লঙ্ঘন করেছে এই দখলদার সরকার। #

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।