অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২ দিনে ১৬ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
-
আটক ১৩ বাংলাদেশি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মেঘালয় রাজ্যের পূর্ব খাসিপাহাড় জেলায় অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে আরও তিন বাংলাদেশি ও দুই ভারতীয়কে আটক করেছে।
আজ (মঙ্গলবার) বিএসএফ-এর ৪ নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্ক জওয়ানরা পাঁচ ব্যক্তিকে আটক করেছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয় দালাল। এই দালালরা বাংলাদেশিদের পারাপার করতে সহযোগিতা করছিল। ধৃত পাঁচজনকে পাইনুরসলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল বিএসএফ-এর জওয়ানরা সিলেটের জাফলং সীমান্তের বিপরীতে পূর্ব খাসিপাহাড়া জেলায় অনুপ্রবেশকালে ১৩ জন বাংলাদেশিকে আটক করেছিল। তাদের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকার চিনি, মাদকদ্রব্য একং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে বিএসএফ।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, বিএসএফ জানিয়েছে ২৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে তাদের ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকদের মধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৯ জন এবং গোয়াইনঘাট উপজেলার ৪ জন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ এনে ডাউকি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে হাফিজুর রহমান জানান।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ, একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সজীব, বিলাল হোসেনের ছেলে রুহুল, ও ইলালের ছেলে আরিফ, গুচ্ছগ্রামের জামালের ছেলে মোবারক, একই গ্রামের আবদুল্লাহ’র ছেলে রনি ও বশিরের ছেলে সোহাগ, দুলতিপুরের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম, শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল, গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আইয়ূব আলীর ছেলে শামীম, একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ, শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম ও তামাবিলের মতিনের ছেলে নয়ন।#
পার্সটুডে/এমএআর/২৫