গাজায় আরো ৫ ফিলিস্তিনিকে হত্যা করল বর্বর ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i145248-গাজায়_আরো_৫_ফিলিস্তিনিকে_হত্যা_করল_বর্বর_ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের সামনে পাঁচজন সাংবাদিককে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইল। আজ (বৃহস্পতিবার) সকালের এই হামলায় পাঁচ সাংবাদিকের পাশাপাশি আরো কয়েক ব্যক্তি হতাহত হয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:৪৩ Asia/Dhaka
  • গাজায় আরো ৫ ফিলিস্তিনিকে হত্যা করল বর্বর ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের সামনে পাঁচজন সাংবাদিককে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইল। আজ (বৃহস্পতিবার) সকালের এই হামলায় পাঁচ সাংবাদিকের পাশাপাশি আরো কয়েক ব্যক্তি হতাহত হয়েছেন। 

প্রেস টিভি জানিয়েছে, আল-কুদস আল-ইয়ায়ুম টেলিভিশন চ্যানেলে কাজ করা এই পাঁচ সাংবাদিককে নিয়ে একটি গাড়ি আল-আওদা হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় তার ওপরে যুদ্ধবিমান থেকে হামলা চালায় দখলদার বাহিনী।

সাংবাদিকদের বহনকারী গাড়িতে টেলিভিশনের ব্র্যান্ডিং থাকা সত্বেও তাতে হামলা চালায় ইসরাইল। আল-আওদা হাসপাতাল এবং নুসাইরাত শরণার্থী শিবিরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট করার জন্য এসব সাংবাদিক কাজ করছিলেন। 

এর আগে আজ সকালে ইহুদিবাদী ইসরাইল গাজা শহরের আল-যাইতুন এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ৫ ফিলিস্তিনিকে শহীদ করে। ওই হামলায় আরো ৩০ জন আহত হন। বিধ্বস্ত ভবনের নিচেই অনেকে চাপা পড়ার কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, গাজার শেখ রাদোয়ান এলাকার একটি আবাসিক ভবনে ইহুদিবাদী ইসরাইলের আরেক হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ১৪ মাসের বেশি সময় ধরে লাগাতার বর্বরতা চালিয়ে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায় মূলত নীরব রয়েছে। এই সুযোগে ইসরাইল তার বর্বরতা অব্যাহত রেখেছে এবং এক্ষেত্রে সমস্ত সীমা লঙ্ঘন করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন