ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইহুদিবাদী ইসরাইল
(last modified Thu, 26 Dec 2024 08:47:35 GMT )
ডিসেম্বর ২৬, ২০২৪ ১৪:৪৭ Asia/Dhaka
  • ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইহুদিবাদী ইসরাইল

ক্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার "নিষ্ঠুরতা" নিয়ে সমালোচনা করার পর ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (বুধবার) বেশ কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ওয়াইনেট নিউজ ওয়েবসাইটের খবর অনুসারে, আর্চবিশপ অ্যাডলফো টিটো ইলানাকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল বার-তালের সাথে কথা বলার জন্য তলব করা হয়। ইয়াল বার-তাল পোপের করা মন্তব্যের নিন্দা করেছেন তবে আনুষ্ঠানিকভাবে ইলানাকে তিরস্কার করেননি বলে দাবি করেছে ওয়াইনেট নিউজ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পোপ ফ্রান্সিস ইসরাইলি বিমান হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা তুলে ধরে বড়দিনের আগে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, “এটা নিষ্ঠুরতা। এটা যুদ্ধ নয়। আমি এটি বলতে চেয়েছি কারণ এটি হৃদয় ছুঁয়ে যায়।”  

পোপ ফ্রান্সিসের প্রকাশিতব্য বইয়ের উদ্ধৃতি দিয়ে গত মাসে ভ্যাটিকান নিউজ জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর গণহত্যার অভিযোগগুলো সতর্কতার সাথে তদন্ত করা উচিত।

তবে ইহুদিবাদী ইসরাইল এই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, গাজায় সাধারণ মানুষকে হামাস মানবঢাল হিসেবে ব্যবহার করছে। দুঃখজনকভাবে পোপ ফ্রান্সিস এগুলোকে উপক্ষো করছেন।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন