এবার নেসেট থেকে পদত্যাগ করলেন ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট
https://parstoday.ir/bn/news/event-i145526
যুদ্ধমন্ত্রী হিসেবে বরখাস্ত হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এবার ইসরাইলেল পার্লামেন্ট নেসেট থেকেও পদত্যাগ করলেন লিকুদ পার্টির সংসদ সদস্য ইয়োভ গ্যালান্ট। ইসরাইলের নিরাপত্তাকে দুর্বল করার জন্য নেতানিয়াহুর সরকারকে দায়ী করে গতরাতে তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০২, ২০২৫ ১৬:৪৯ Asia/Dhaka
  • ইয়োভ গ্যালান্ট
    ইয়োভ গ্যালান্ট

যুদ্ধমন্ত্রী হিসেবে বরখাস্ত হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এবার ইসরাইলেল পার্লামেন্ট নেসেট থেকেও পদত্যাগ করলেন লিকুদ পার্টির সংসদ সদস্য ইয়োভ গ্যালান্ট। ইসরাইলের নিরাপত্তাকে দুর্বল করার জন্য নেতানিয়াহুর সরকারকে দায়ী করে গতরাতে তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন।

টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় গ্যালান্ট বলেন,  তিনি নেসেট (পার্লামেন্ট) স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন।

ইয়োভ গ্যালান্ট বলেন, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীতে ৩৫ বছর কাটিয়েছেন। পরবর্তীতে নেসেটের সদস্য ও ইসরাইলি সরকারগুলোতে মন্ত্রী হিসেবে এক দশক পার করেছেন।  

গ্যালান্ট বলেন, লিকুদ আন্দোলনের একজন সদস্য হিসেবে, আমি আন্দোলনের পথের জন্য লড়াই চালিয়ে যাব। তিনি এও বলেন, এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ নয় এবং সম্ভবত তিনি দলীয় নেতৃত্বেকে চ্যালেঞ্জ জানাতে ফিরে আসবেন।

গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে মতপার্থক্যের জেরে গত বছরের নভেম্বরে গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্থলাভিষিক্ত হয়েছেন ইসরাইল কাতজ।   

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে ইসরাইল এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/এমএআর/২