ইয়েমেনে ইঙ্গো-মার্কিন হামলায় আঞ্চলিক নিরাপত্তাহীনতা বেড়ে যাবে: ইরান
https://parstoday.ir/bn/news/event-i145658
ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বাহিনীর নতুন করে চালানো হামলায় পশ্চিম এশিয়া অঞ্চলে ‘নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা’ বেড়ে যাবে বলে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৬, ২০২৫ ১১:৪২ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি
    ইসমাইল বাকায়ি

ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বাহিনীর নতুন করে চালানো হামলায় পশ্চিম এশিয়া অঞ্চলে ‘নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা’ বেড়ে যাবে বলে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মার্কিন ও ব্রিটিশ বাহিনী রোববার ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা শহরে বিমান হামলা চালানোর পর তিনি এ হুঁশিয়ারি দেন। বাকায়ি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন, ব্রিটিশ ও ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলা ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার আইনকানুন ও নীতিমালা পরিপন্থি বলেও জানান বাকায়ি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি গণহত্যা এবং তেল আবিববের প্রতি আমেরিকা ও ব্রিটেনের অব্যাহত সমর্থনের তীব্র নিন্দা জানান।  তিনি বলেন, তেল আবিবেরে প্রতি ইঙ্গো-মার্কিন সমর্থন প্রমাণ করে ওয়াশিংটন ও লন্ডন গাজায় ইসরাইলি গণহত্যায় সরাসরি জড়িত রয়েছে। গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ করতে চাপ সৃষ্টি করার জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা শহরে রোববার নতুন করে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন ও ব্রিটিশ বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় হুদায়দা প্রদেশে ইঙ্গো-মার্কিন বাহিনীর বোমা হামলার মাত্র কয়েক দিনের মাথায় সা’দায় নতুন করে এ হামলা চালানো হলো।

ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, পশ্চিমা সামরিক জোটের যুদ্ধবিমানগুলো গতকাল (রোববার) সা’দা শহরে তিন দফা বোমাবর্ষণ করেছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক বিবরণ পাওয়া যায়নি। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬