আগে বলেছিলেন ‘নন বায়োলজিক্যাল’
এবার মোদি বললেন, ‘আমিও মানুষ, ঈশ্বর নই’
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বললেন, আমিও মানুষ, ঈশ্বর নই। তবে লোকসভা ভোটের আগে তিনি বলেছিলেন, তার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়। তার শক্তির উৎস ঈশ্বর প্রদত্ত। ঈশ্বরের অংশ আছে তার মধ্যে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়। বিরোধীরা মোদিকে ‘নন বায়োলজিক্যাল’ প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেন।
এবার সেই মোদিই বললেন, তিনিও আর পাঁচজনের মতো সাধারণ মানুষ। কোনও ঈশ্বর নন। সম্প্রতি শিল্পপতি জেরোধা’র অন্যতম কর্ণধার নিখিল কামাথের পডকাস্টে অংশ নিয়ে মোদি এসব কথা বলেন।
তিনি বলেন, একটা ভাষণে অযাচিত মন্তব্য করেছিলাম। কিন্তু ভুল তো আমারও হয়। আমিও মানুষ।' তবে ঠিক কী প্রসঙ্গে প্রধানমন্ত্রী ওই কথা বলেছেন, সেটা স্পষ্ট নয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মন্তব্যকে অনেকে লোকসভা ভোটের আগে তার করা মন্তব্যের সঙ্গে তুলনা করছেন।
সেসময় প্রধানমন্ত্রী ঘুরিয়ে দাবি করেছিলেন, তিনি পরমেশ্বরের কৃপাধন্য। এমনকী তার জন্মও আর পাঁচজন সাধারণ মানুষের মতো জৈবিক প্রক্রিয়ায় হয়নি। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি।
তিনি তখন বলেছিলেন, ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।'#
পার্সটুডে/জিএআর/১০