গাজায় ফিলিস্তিনিরা বিজয়ী ও ইসরাইল মস্তবড় পরাজয়ের সম্মুখীন হয়েছে
https://parstoday.ir/bn/news/event-i146030
গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে চূড়ান্ত হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ফিলিস্তিনিদের জন্য ‘বিশাল’ বিজয় এবং ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘অপূরণীয় ও বহুমুখী’ পরাজয় বলে মন্তব্য করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৫ ১৪:৩৮ Asia/Dhaka
  • গাজায় ফিলিস্তিনিরা বিজয়ী ও ইসরাইল মস্তবড় পরাজয়ের সম্মুখীন হয়েছে

গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে চূড়ান্ত হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ফিলিস্তিনিদের জন্য ‘বিশাল’ বিজয় এবং ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘অপূরণীয় ও বহুমুখী’ পরাজয় বলে মন্তব্য করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

আইআরজিসি বৃহস্পতিবার এক বিবৃতিতে গাজা যুদ্ধে বিজয়ে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছে। এতে বলা হয়েছে, আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি চুক্তি করতে ইসরাইলকে বাধ্য করা ছিল ফিলিস্তিনিদের জন্য বিশাল বিজয় যা দানবীয় ইহুদিবাদী সরকারের জন্য মস্তবড় পরাজয় এনে দিয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরো বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযান যেমন ইসরাইলের জন্য বিপর্যয় বয়ে এনেছিল তেমনি এবারের যুদ্ধবিরতি চুক্তিও প্রমাণ করেছে, ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েও শয়তান ইসরাইল সরকার তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

বিবৃতিতে বলা হয়, এই চুক্তি আরো প্রমাণ করছে যে, প্রতিরোধ ফ্রন্ট ভবিষ্যতে আরো বেশি শক্তিমত্তার সঙ্গে জেরুজালেম আল-কুদস ও আল-আকসা মসজিদ অভিমুখী অভিযান পরিচালনা করবে।

আইআরজিসির বিবৃতিতে আরো বলা হয়, আমেরিকা ও ইউরোপের পূর্ণ সমর্থন নিয়ে ইসরাইল শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে তার পণবন্দিদের মুক্ত করতে চেয়েছিল। সেইসঙ্গে তাদের প্রধান লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করে গাজায় ইহুদি অভিবাসীদের গাজায় ফিরিয়ে আনা। কিন্তু ফিলিস্তিনি জনগণের দৃঢ়চেতা মনোভাব এবং প্রতিরোধ যোদ্ধাদের অকুতোভয় লড়াই ইহুদিবাদীদেরকে এর কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। #

 পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১২