ইরান-রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি সর্বোচ্চ নেতার সমর্থন রয়েছে: পেজেশকিয়ান
(last modified Sat, 18 Jan 2025 04:13:37 GMT )
জানুয়ারি ১৮, ২০২৫ ১০:১৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সহযোগিতা শক্তিশালী করার প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী অনুমোদন রয়েছে।

ক্রেমলিনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর রুশ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান।

এছাড়া, চুক্তি স্বাক্ষরের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, এ চুক্তির ফলে দু’দেশের মধ্যে সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, দু’দেশের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে তৈরি করা চুক্তিটি ইরান ও রাশিয়ার মধ্যকার সহযোগিতার পথকে উজ্জ্বল দিগন্তে চিত্রিত করবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, এ চুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর বাস্তবায়নের পথে কোনো বাধা না থাকে। আসন্ন কাস্পিয়ান সাগর শীর্ষ সম্মেলনে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব অনুমোদন করে ডিক্রি জারি করলে ইরান ও রাশিয়ার মধ্যকার এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের পথ সুগম হয়।#

 পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।