ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
(last modified Tue, 21 Jan 2025 09:08:51 GMT )
জানুয়ারি ২১, ২০২৫ ১৫:০৮ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ১৫ মাসব্যাপী গণহত্যামূলক যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করায় ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি গতকাল (সোমবার) মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, “আমরা এই বিজয়ে গাজা ও ফিলিস্তিনের প্রতিরোধকামী জনগণকে অভিনন্দন জানাই। তারা শক্তিমত্তা ও সম্মান নিয়ে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এই বিশাল বিজয় অর্জন করেছে।”

প্রেসিডেন্ট বলেন, “[গাজার] এই প্রতিরোধকামী জনগণ অন্যান্য জাতিকে শিখিয়েছে কীভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।”

গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফিলিস্তিনি জাতির প্রশংসা করে এ বক্তব্য দিলেন। 

হামাসের পক্ষ থেকে নিরবচ্ছিন্নভাবে একের পর এক সফল অভিযানে পর্যুদস্ত হয়ে পড়ার পর ইসরাইল সরকার গত বুধবার তার জন্য অবমাননাকর এক যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। চুক্তিটি তেল আবিবের জন্য অপমানকর বলে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত এক বছর ধরে এটি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

গাজা উপত্যকায় গত ১৫ মাসে ভয়াবহ গণহত্যা চালিয়ে ৪৭ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে তেল আবিব যাদের বেশিরভাগ নারী ও শিশু। ইরানের প্রেসিডেন্ট এই গণহত্যাকে ‘সন্ত্রাসবাদের প্রকৃষ্ট উদাহরণ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, “অথচ তেল আবিব ও তার মদতদাতারা ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার দায়ে অভিযুক্ত করে।” তিনি ইরানি জাতিকে সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার বলে অভিহিত করেন।#

 পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।