এবার ৪ ইসরাইলি নারী সৈন্যর বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছে ২০০ ফিলিস্তিনি
https://parstoday.ir/bn/news/event-i146190-এবার_৪_ইসরাইলি_নারী_সৈন্যর_বিনিময়ে_মুক্তি_পেতে_যাচ্ছে_২০০_ফিলিস্তিনি
ইহুদিবাদী ইসরাইল আগামী ২৫ জানুয়ারি, শনিবার তার চার নারী সৈন্যর বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে বলে হামাসের একটি সূত্র খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২২, ২০২৫ ১১:১৬ Asia/Dhaka
  • এবার ৪ ইসরাইলি নারী সৈন্যর বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছে ২০০ ফিলিস্তিনি

ইহুদিবাদী ইসরাইল আগামী ২৫ জানুয়ারি, শনিবার তার চার নারী সৈন্যর বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে বলে হামাসের একটি সূত্র খবর দিয়েছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দি গণমাধ্যম বিষয়ক দপ্তরের কর্মকর্তা নাদের ফাখুরি গতকাল (মঙ্গলবার) গাজায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের দ্বিতীয় অংশের বাস্তবায়ন শুরু হবে ২৫ জানুয়ারি। ওই দিন প্রতিরোধ আন্দোলনগুলো মুক্তি পেতে যাওয়া চার ইসরাইলি নারী বন্দির নাম ঘোষণা করবে এবং এর বিপরীতে দখরদার ইসরাইল তার পক্ষ থেকে মুক্তি দিতে যাওয়া ফিলিস্তিনি বন্দিদের নাম প্রকাশ করবে।

ফাখুরি জানান, দু’টি তালিকার ভিত্তিতে বন্দি বিনিময়ের মূল পর্বটি পরদিন ২৬ জানুয়ারি, রোববার অনুষ্ঠিত হবে।

এদিকে হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা তাহের আল-নুনু এ বিষয়টি নিশ্চিত করেছেন যে, দ্বিতীয় ফিলিস্তিনি বন্দিদের দলটির মুক্তির বিনিময়ে তারা চার ইসরাইলি নারীকে মুক্তি দিতে যাচ্ছেন।

এর আগে হামাস ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ১৯ জানুয়ারি প্রথম দফায় হামাস তিন ইসরাইলি নারী সেনাকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইহুদিবাদী সরকার ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। প্রথম দফায় মুক্তিপ্রাপ্ত এই ৯০ জনের সবাই অধিকৃত পশ্চিম তীরের অফের কারাগার থেকে মুক্তি পান। হামাস বলেছে, তারা স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলবে।

গাজা উপত্যকায় ১৫ মাসের আগ্রাসন সত্ত্বেও ইসরাইল নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে গত বুধবার হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে।  চুক্তিটি কয়েক ধাপে বাস্তবায়িত হওয়ার মাধ্যমে গাজা থেকে ইসরাইল পুরোপুরি সেনা প্রত্যাহার করে নেবে বলে কথা রয়েছে। #

 পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।