মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন: শুভেন্দু
https://parstoday.ir/bn/news/event-i146316-মমতা_বন্দ্যোপাধ্যায়_রোহিঙ্গা_মুসলমান_ঢুকিয়ে_এক_কোটি_ভোট_বাড়িয়েছেন_শুভেন্দু
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন, তাই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি।' 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৫ ১৮:৪৮ Asia/Dhaka
  • শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়
    শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন, তাই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি।' 

রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে শুভেন্দু আরও বলেন, 'মমতা অনুপ্রবেশ নিয়ে বারবার বলেন, বর্ডার বিএসএফ-এর দেখার কথা। যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার তা ৪ হাজার কিলোমিটারের। শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ২২০০ কিলোমিটার। তার মধ্যে ৫৯৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাড়াবেন বলে জমি দিতে চাননি।'

মমতার সরকারের উদ্দেশে শুভেন্দু বলেন, 'আগে জমি দিন, পরে বিএসএফ-এর থেকে হিসাব বুঝে নেবেন।'

পরিষ্কার করে এও বুঝিয়ে বলেন, ভারতীয় মুসলমান, মুর্শিদাবাদের মুসলমানদের নিয়ে বিজেপির কোনও অভিযোগ নেই, বক্তব্য নেই। কিন্তু বেড়া খোলা রেখে রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে 'ডেমোগ্রাফি' বদলে দেওয়া হয়েছে। যার কারণে সীমান্ত এলাকা হিন্দু শূন্য হয়ে পড়ছে।

এর আগে গত ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতেও শুভেন্দু অধিকারী একই দাবি করেছিলেন। যেখানে লেখা হয়, ১৮ টি ক্ষেত্রে বিএসএফকে কোনও জমি হস্তান্তর করা হয়নি। এছাড়া ১৭টি সীমান্ত ফাঁড়ি তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়ে রয়েছে। যার ফলে একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ হয়ে গেছে।#

পার্সটুডে/এমএআর/২৫