ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ইরানি মুখপাত্র
১৫ মাসে গাজাবাসীকে মুছে ফেলা যায়নি, আর কখনও যাবে না: ইরান
-
ইসমাইল বাকায়ি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসী ফিলিস্তিনিদের জোর করে মিশর ও জর্দানে পাঠানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।
তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, যুদ্ধের কারণে গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং এই উপত্যকা এখন আর বসবাস উপযোগী নেই। তাই, গাজাকে ‘সাফ’ করার জন্য এর অধিবাসীদের অন্য কোথাও পাঠাতে হবে।
এর প্রতিক্রিয়ায় বাকায়ি তার এক্স পোস্টে বলেন, গত ১৫ মাস ধরে আমেরিকার রাজনৈতিক, গোয়েন্দা ও আর্থিক পৃষ্ঠপোষকতায় আমেরিকারই পাঠানো ভয়ঙ্কর সব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। কাজেই গাজাকে খালি করার পরিকল্পনা নতুন নয় তবে গাজাবাসী সে পরিকল্পনাকে থোড়াই কেয়ার করে।
ইরানের এই মুখপাত্র বলেন, ১৫ মাস গণহত্যা চালিয়ে যা করা সম্ভব হয়নি তা কীভাবে রাজনৈতিক অপকৌশল প্রয়োগ করে সম্ভব হতে পারে? বাকায়ি বলেন, গাজা হচ্ছে তাদের মাতৃভূমি এবং নিজ মাতৃভূমিতে টিকে থাকার জন্য ফিলিস্তিনিরা চড়া মূল্য দিয়েছে। ট্রাম্পের পরিকল্পনা এর আগে মিশর ও জর্দানের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯