১০ পাকিস্তানি ভিক্ষুককে সেদেশে ফেরত পাঠাল সৌদি আরব
(last modified Mon, 03 Feb 2025 07:33:07 GMT )
ফেব্রুয়ারি ০৩, ২০২৫ ১৩:৩৩ Asia/Dhaka
  • ১০ পাকিস্তানি ভিক্ষুককে সেদেশে ফেরত পাঠাল সৌদি আরব

সৌদি আরব ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে সেদেশে ফেরত পাঠিয়েছে। এরপর রোববার (২ ফেব্রুয়ারি) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। 

এফআইএ'র একজন মুখপাত্রের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা ভিক্ষা করছিলেন। তারা রাজানপুর, কাশমুর, নাউশাহরো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহমান্দ এবং লারকানার বাসিন্দা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এফআইএ'র কর্মকর্তা। সেইসঙ্গে বিদেশে কেউ যেন বিভিন্ন ভিসায় ভিক্ষা করতে যেতে না পারে তা ঠেকাতে পাকিস্তানের সব বিমানবন্দরে কড়া যাচাইবাছাই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকির বৈঠকের পর পাকিস্তান সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে চার হাজার ৩০০ ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করে।  #

পার্সটুডে/জিএআর/৩