ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে না সৌদি আরব
https://parstoday.ir/bn/news/event-i146706-ফিলিস্তিন_রাষ্ট্র_ছাড়া_ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_প্রতিষ্ঠা_করবে_না_সৌদি_আরব
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সৌদি আরব বলেছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে না।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৫ ১৬:৩০ Asia/Dhaka
  • মোহাম্মদ বিন সালমান
    মোহাম্মদ বিন সালমান

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সৌদি আরব বলেছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে না।

যুক্তরাষ্ট্র সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে তার নতুন পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প বলেন, গাজায় থাকা ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটি নিয়ে নেবে এবং এর অভূতপূর্ব উন্নয়ন ঘটাবে।

ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে রিয়াদ বলেছে, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে সরানোর যে কোনে চেষ্টার বিরোধিতা করবে সৌদি আরব। ফিলিস্তিনিদের নিয়ে তাদের অবস্থান নিয়ে ‘আলোচনা বা দরকষাকষির কোনো সুযোগ নেই  বলে সৌদি পরররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরবের অবস্থান দৃঢ় এবং আপোষহীন থাকবে।

এর আগে সৌদি আরবকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটিকে স্বীকৃতি দেওয়াতে কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগপর্যন্ত এই তৎপরতা চলেছে। তবে গাজায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ক্ষোভের মুখে বিষয়টি স্থগিত করে সৌদি আরব।

এবার ট্রাম্পের গাজা উপত্যকার মালিকানা দখলের প্রস্তাবে সৌদি আরব বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়বে না।

বিবৃতিতে বলা হয়, "যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর শুরা কাউন্সিলের নবম মেয়াদের প্রথম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তৃতায় স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে ফিলিস্তিনের প্রতি রিয়াদ সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। একই বছরের ১১ নভেম্বর রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের অবসানের ওপর জোর দিয়েছিলেন।"

বিন সালমান আরও বেশি জাতিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য জাতিসংঘের পূর্ণ সদস্যপদ অর্জনের ওপর জোর দিয়েছিলেন।

২০২০ সালে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ওয়াশিংটন-প্রণীত আব্রাহাম চুক্তির অংশ হিসেবে মার্কিন-মধ্যস্থতায় ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তিতে সই করে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত সৌদি আরবকে তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এবং অবৈধ সত্তাকে স্বীকৃতি দিতে কয়েক মাস ধরে কূটনীতি চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।#

পার্সটুডে/এমএআর/৫