যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরাইলি সেনার গুলিতে এক কিশোর শহীদ
https://parstoday.ir/bn/news/event-i146752-যুদ্ধবিরতি_চুক্তির_পরও_গাজায়_ইসরাইলি_সেনার_গুলিতে_এক_কিশোর_শহীদ
দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইলি সৈন্যরা দক্ষিণ গাজা উপত্যকার রাফায় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ১৭:৫২ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরাইলি সেনার গুলিতে এক কিশোর শহীদ

দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইলি সৈন্যরা দক্ষিণ গাজা উপত্যকার রাফায় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে।

বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গতকাল (বুধবার) রাফা শহরে ইসরাইলি সেনাবাহিনীর ছোড়া বুলেটে ১৩ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হামজা আল-হামস শহীদ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাফা শহরের আল-আওদা এলাকায় ইসরাইলি সেনারা শিশুটিকে লক্ষ্য করে গুলি চালায়, এর ফলে সে আহত হয় এবং হাসপাতালে পাঠানো হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ নিয়ে গাজায় ইসরাইলি সেনাদের হাতে শহীদ হওয়া ফিলিস্তিনির সংখ্যা তিনজনে পৌঁছালো। এর আগেও রাফা শহরের পূর্বে আল-শুকা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শহীদ হন।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির ১৫ দিন পরও ধ্বংসস্তূপ থেকে আরও ৮ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৭ হাজার ৫৫০ ছাড়িয়ে গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৮ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৭ হাজার ৫৫২ জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে আহত অবস্থায় চারজন মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আরও ১১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬২৯ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।