ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/event-i146798-ইসরাইলের_কাছে_৭৪০_কোটি_ডলারের_অস্ত্র_বিক্রি_করবে_আমেরিকা
মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে, তারা ইহুদিবাদী ইসরাইলের কাছে আরো ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র থাকবে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১৪:৪৩ Asia/Dhaka
  • ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা

মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে, তারা ইহুদিবাদী ইসরাইলের কাছে আরো ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র থাকবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর গতকাল (শুক্রবার) এই খবর বের হলো।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য কংগ্রেসে চিঠি পাঠানো হয়েছে। একটি ৬৭৫ কোটি ডলারের চালান যাতে থাকবে বিভিন্ন ধরণের অস্ত্র, নির্দেশিকা কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ১৬৬টি ছোট ব্যাসের বোমা, ৫০০ পাউন্ড ওজনের ২,৮০০টি বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট, ফিউজ এবং অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম। এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরেই পাঠানো শুরু হবে।

অন্য অস্ত্র প্যাকেজটি হলো ৩,০০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং এর সাথে প্রয়োজনীয় সরঞ্জাম যার আনুমানিক মূল্য ৬৬ কোটি ডলার। ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ ২০২৮ সালে শুরু হওয়ার কথা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৮