বাংলাদেশে গত ২৪ ঘণ্টার অভিযানে সারা দেশে গ্রেফতার ১৫২১ জন
(last modified Mon, 10 Feb 2025 13:11:18 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১৯:১১ Asia/Dhaka
  • বাংলাদেশে গত ২৪ ঘণ্টার অভিযানে সারা দেশে গ্রেফতার ১৫২১ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ১৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জন এবং অন্যান্য মামলা ও অভিযানে ১১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরে শুক্রবার আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন ছাত্ররা। এর পরপরই অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৮ ফেব্রুয়ারি প্রথম দিনেই গাজীপুরে ৪০ জনসহ সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে গ্রেফতার করা হয়েছে এক হাজার ৩০৮ জনকে। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।