ইরানের ইসলামী বিপ্লব প্রতিরোধকামীদের জন্য ঐতিহাসিক টার্নিং পয়েন্ট
(last modified Tue, 11 Feb 2025 04:17:49 GMT )
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১০:১৭ Asia/Dhaka
  • ইরানের ইসলামী বিপ্লব প্রতিরোধকামীদের জন্য ঐতিহাসিক টার্নিং পয়েন্ট

ইরানের ইসলামী বিপ্লবের বিজয় প্রতিরোধ আন্দোলনগুলোর ক্ষেত্রে ঐতিহাসিক টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের ৪৬তম বার্ষিকীতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গতকাল (সোমবার) এক বিবৃতিতে একথা বলেছে।

হিজবুল্লাহ বলেছে, ১৯৭৯ সালে ইমাম খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লব বিজয়ের পর মধ্যপ্রাচ্যে প্রতিরোধকামীদের জন্য ইরান একটি স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছে। দেশটি নিপীড়িত জাতিগুলোর প্রতি অকুন্ঠভাবে সমর্থন দিয়ে আসছে, প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য ইরান ভিত্তিপ্রস্তর হয়ে উঠেছে এবং যখন ফিলিস্তিনি জাতিকে উপনিবেশবাদী শক্তিগুলো মুছে ফেলার চেষ্টা করছে তখন ইরান এই ইস্যুতে দৃঢ় অবস্থান নিয়েছে। 

লেবাননে প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

হিজবুল্লাহ আন্দোলন তাদের বিবৃতিতে আরো বলেছে, ১৯৮২ সালে এই সংগঠনের জন্মের পর থেকে ইরান শক্তভাবে তার পাশে দাঁড়িয়েছে, অধিকৃত ভূখণ্ড মুক্ত করা ও আগ্রাসীদের পরাজিত করার জন্য ব্যাপকভিত্তিক সমর্থন দিয়েছে। ইরানের এই অবস্থান এই অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।