ফিলিস্তিন ইস্যুতে ইরান সবচেয়ে আন্তরিক মুসলিম দেশ: আনসারুল্লাহ
(last modified Tue, 11 Feb 2025 06:11:23 GMT )
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১২:১১ Asia/Dhaka
  •  ফিলিস্তিন ইস্যুতে ইরান সবচেয়ে আন্তরিক মুসলিম দেশ: আনসারুল্লাহ

ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র জোর দিয়ে বলেছেন: " ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে, ইরান ফিলিস্তিন ইস্যুতে সবচেয়ে আন্তরিক মুসলিম দেশ।"

ইমাম খোমেনী (রহ.)-এর নেতৃত্বে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লব বিজয় লাভ করে, যা ইরান ও এই অঞ্চলের ভূ-রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ইসনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম সোমবার এক বিবৃতিতে, ইসলামী বিপ্লবের বিজয়ের ৪৬তম বার্ষিকীতে ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়ে বলেছেন, "ইরানে ইসলামী বিপ্লবের বিজয় মূলত বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ইসলামি ও মানবিক মূল্যবোধের বিজয়।"

আব্দুস সালাম বলেন, "ইসলামি বিপ্লবের সূচনা লগ্ন থেকেই ইরান ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন যুগিয়ে আসছে এবং পরবর্তীতে ফিলিস্তিনি ইস্যুতে সবচেয়ে অনুগত ও আন্তরিক মুসলিম দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।"#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।