গাজায় আটক পণবন্দিদের ভালো বা খারাপ পরিণতির জন্য দায়ী তেল আবিব
https://parstoday.ir/bn/news/event-i146976-গাজায়_আটক_পণবন্দিদের_ভালো_বা_খারাপ_পরিণতির_জন্য_দায়ী_তেল_আবিব
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন যুদ্ধাপরাধী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেছে, গাজায় হামাসের হাতে আটক পণবন্দিদের কিছু হলে সেজন্য তেল আবিবকে দায়ী থাকতে হবে। ইসলামি জিহাদের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেড বুধবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ০৯:৫৭ Asia/Dhaka
  • গাজায় আটক পণবন্দিদের ভালো বা খারাপ পরিণতির জন্য দায়ী তেল আবিব

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন যুদ্ধাপরাধী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেছে, গাজায় হামাসের হাতে আটক পণবন্দিদের কিছু হলে সেজন্য তেল আবিবকে দায়ী থাকতে হবে। ইসলামি জিহাদের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেড বুধবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতি চুক্তিতে নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করলেও ইহুদিবাদী শত্রু  তার প্রতিশ্রুতি লঙ্ঘন করার মাধ্যেমে গাজায় আটক পণবন্দিদের জীবন বিপণ্ন করে তুলেছে।

আল-কুদস ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু কী পদক্ষেপ নেন তার ওপর গাজায় আটক পণবন্দিদের ভালো অথবা খারাপ পরিণতি নির্ভর করছে। এতে আরো বলা হয়, ইহুদিবাদী শত্রু যুদ্ধবিরতি মেনে চললে প্রতিরোধ যোদ্ধারাও চুক্তির প্রতিটি ধারা মেনে চলবে।

আগামী শনিবার, ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে পণবন্দিরা মুক্তি না পেলে ইহুদিবাদী যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় আবার ভয়াবহ আগ্রাসন শুরু করার যে হুমকি দিয়েছেন তার জবাবে আল-কুদস ব্রিগেড এ বিবৃতি দিল। 

ইসরাইলের সঙ্গে হামাসের স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্ব গত কয়েক সপ্তাহ ধরে ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। চুক্তিতে বর্ণিত সময়সীমা মেনে হামাস ও ইসরাইল পরস্পরের বন্দিদের ঠিকমতো মুক্তি দিয়ে আসলেও গাজাবাসীর ওপর হামলা না চালানো এবং এই উপত্যকায় অবাধে ত্রাণ প্রবেশ করতে দেয়ার প্রতিশ্রুতি মেনে চলছে না তেল আবিব।

এর প্রতিবাদে গত শনিবার, ৮ ফেব্রুয়ারি সর্বশেষ তিন ইহুদিবাদী পণবন্দিকে মুক্তি দেয়ার পর হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা হুমকি দেন, তেল আবিব যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে ব্যর্থ হলে আগামী শনিবার, ১৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্ধারিত দিনের পণবন্দি মুক্তির প্রক্রিয়া স্থগিত রাখা হবে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।